September 19, 2025
Friday

Popular Today

-image

বণিক বার্তা -প্রিমিয়া ব্যংক লিমিটেম ও শিক্ষাঙ্গন ডটকমের মধ্যে চুক্তি

সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও শিক্ষাঙ্গন ডটকমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। উদ্দেশ্য স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক বঙ্গবন্ধু অলিম্পিয়াডের প্রচার। বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আইডিইএর প্রজেক্ট ডিরেক্টর মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার। এছাড়া শিক্ষাঙ্গন ডটকম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।