বিজয় দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু অলিম্পিয়াড-অনলাইন একাডেমিক গেম' শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে মাসব্যাপী একাডেমিক গেইম প্রতিযোগিতা "বিজয়ের মাস ডিসেম্বর।"
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে BangabandhuOlympiad.com ওয়েবসাইট-এ বা এপস ডাউনলোড করে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক গেমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, ভাষা আন্দোলন বিষয়ে এবং একই সাথে তাদের স্ব স্ব শ্রেণির পাঠ্যবই এর বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মাধ্যমে গেমে একক বা যৌথভাবে অংশ নিতে পারবে। এছাড়াও তদূর্ধ্ব শ্রেণির সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
যত বেশি সঠিক উত্তর, তত বেশি পয়েন্ট। প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্টধারির জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও ডিস্কাউন্ট।
প্রতিযোগিতাটি চলবে ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।
নির্ধারিত পয়েন্ট অর্জন করতে পারলেই অংশ গ্রহনকারীগন পাবে নিম্নোক্ত সুবিধা:
১) প্রিমিয়ার ব্যাংক হতে 'প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ড' পেয়ে যাবে যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রিমিয়ার ব্যাংকের সকল ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবে।
২) খ্যাতিমান ক্রিকেটার সাকিব আল হাসান এর ই-কমার্স উদ্যোগ "মোনার্ক মার্ট" থেকে বছরব্যাপী বিশেষ মূল্যছাড়ে পণ্য ক্রয়ের সুবিধা।
৩) "মোনার্ক মার্ট" হতে ২০ জন শিক্ষার্থী পাবে ১০০০/- টাকার যে কোন পন্য বিনামূল্যে।
৪) শিক্ষাঙ্গন.কম থেকে প্রাত্যহিক জরুরী ইংলিশ কোর্স সহ যে কোন তিনটি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে।
৫) পর্যায়ক্রমে সকলেই পাবে স্বাস্থ্যবীমা,লাইব্রেরী, হাসপাতাল, হোটেল রেস্টুরেন্ট, ট্রাভেল, লাইফস্টাইল, বিউটি পার্লার, ই-কমার্স ইত্যাদি সেবাসমুহ এবং ডিসকাউন্ট ও মূল্যছাড়।
৬) শিক্ষাঙ্গন.কম থেকে বিভিন্ন কোর্সে বিশেষ মূল্য ছাড়।
৭) শিক্ষাঙ্গন.কম থেকে বিশেষ মূল্যছাড়ে অনলাইনে বই কেনার সুবিধা।
বঙ্গবন্ধু অলিম্পিয়াড সম্পর্কে কিছু কথা :
- বাংলাদেশের প্রথম ওয়েব ও অ্যাপস ভিত্তিক শিক্ষামূলক গেইম।
- শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মুজিব-১০০ আইডিয়া প্রতিযোগিতায় ১০৫১ টি আইডিয়ার মধ্যে শিক্ষা বিভাগে শীর্ষ আইডিয়া হিসেবে নির্বাচিত।
- অর্জন করে বেসিস নেশনাল আইসিটি আওয়ার্ড-২০২২ এডুকেশন ক্যাটাগরিতে।
- আইডিয়া প্রজেক্ট যৌথভাবে বঙ্গবন্ধু অলিম্পিয়াড-কে ইনকুবেশন পার্টনার হিসেবে দেশব্যাপী পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে।
- গত ২৭ জুলাই, ২০২২, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউট-এ বঙ্গবন্ধু অলিম্পিয়াড এর উদ্বোধন করেন ডা. দীপু মনি এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয়।
-১০ সহস্রাধিক শিক্ষার্থীরা প্রশ্ন উত্তর দিয়ে ৫ মিলিয়ন পয়েন্ট অর্জন করে পেয়েছে অসংখ্য পুরস্কার।