শুভ নববর্ষ ১৪২৭, শিক্ষাঙ্গন ডট কম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা
সর্ব-শেষ হাল-নাগাদ: 14 Monday 1986

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম। 

শুরুতে শিক্ষাঙ্গন ডট কম পরিবারের পক্ষ থেকে সবাইকে ১৪২৭ বঙ্গাব্দের নববর্ষের শুভেচ্ছা। 

★★শুভ নববর্ষ ★★

 

আজ ১৪২৭ সনের প্রথম দিন বাংলা নববর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে কাল এ আহ্বানের মাধ্যমে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এই উৎসবটি পালন করে থাকি। 

এটি বাঙালির একটি সর্বজনীন  লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। 

 

এই উৎসব শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল "শুভ নববর্ষ"। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 আমাদের দেশেও এ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে  নিজ এলাকা, সমাজ, আত্মীয় - স্বজন তথা প্রত্যেক নাগরিকের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রত্যেককে  এ অনুষ্ঠান ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য  অনুরোধ  রইলো।

 

আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। অযথা কোথাও ভিড় করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দিক নির্দেশনা মেনে চলুনস্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যদের রক্ষা করুন।

অতীতের সকল জঞ্জাল-গ্লানি ধুয়ে-মুছে আমরা সামনে দৃপ্ত-পায়ে এগিয়ে যাবো; গড়বো আলোকোজ্জ্বল ভবিষ্যত ইনশাআল্লাহ।