শিক্ষাঙ্গন দিচ্ছে প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ড।উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের মাধ্যমে বাচ্চারা সঞ্চয়ী হতে শিখবে। শিক্ষার্থী দের সঞ্চয়ী হওয়া খুব জরুরী ।
সর্ব-শেষ হাল-নাগাদ: 15 Thursday 2022

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন ‘ শিক্ষাঙ্গন.কম এমন একটা প্লাটফর্ম যেখানে শিক্ষা সম্পর্কিত সব তথ্য, অনেক রকম সেবা, সেগুলোকে সব এক জায়গায় করা হয়েছে। যারা শিক্ষা সম্পর্কিত যেকোনো কাজ করবেন শিক্ষাঙ্গন.কম এ গেলে সহজ হয়ে যাবে। শিক্ষক দের জন্য সহজ হয়ে যাবে। শিক্ষার্থী দের জন্য যে প্লাটফর্ম গুলো ব্যাবহারে বাধা রয়েছে সেগুলো কে আমরা এড়িয়ে যেতে পারবো যদি এই শিক্ষাঙ্গন.কম প্লাটফর্ম টি ব্যাবহার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের মাধ্যমে বাচ্চারা সঞ্চয়ী হতে শিখবে। স্কুল ব্যাকিং অনেক দিন ধরেই চলছে, কিন্তু সেটাকেই  নতুন ভাবে শুরু করা খুব ভালো উদ্যোগ। শিক্ষার্থী দের সঞ্চয়ী হওয়া খুব জরুরী। 
শিক্ষা বীমা চালু করা, উচ্চশিক্ষার সুবিধা, শিক্ষা ঋণ এর সুবিধা সহ  আরও অনেক রকমের সেবা এখন শিক্ষাঙ্গন.কম এই পাওয়া যাবে। 
শিক্ষার্থীরা খেলবে, পয়েন্ট পাবে আবার  সে পয়েন্ট টা ব্যাবহার করে সাশ্রয়ী মূল্যে তার পছন্দের পণ্য বা সেবা কিনতে পারবে। সব কিছু সুন্দর একটা অন্যটার সাথে সংযুক্ত।  এগুলাউ শেখার অংশ।  শেখার কোন শেষ নেই। আর এই শেখাটা জেন শিক্ষার্থীদের জন্যে আনান্দময় হয়। আমাদের নতুন শিক্ষাক্রমের সেটিই লক্ষ্য।'